শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজের দেশেই ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার নতুন ট্যারিফ নীতি নিয়ে নাজেহাল। ভারতের জন্যও ৫০% হারে ট্যারিফ লাগু হয়েছে গত ২৭ আগস্ট থেকে। এদিকে ট্রাম্প নিজের দেশেই রয়েছেন অস্বস্তিতে। সেদেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সম্প্রতি এক পডকাস্টে এসে ট্রাম্পের নতুন ট্যারিফ নীতিকে তুলোধনা করেছেন। এরফলে যে ভারত-চীন কূটনৈতিক ভাবে আরও কাছাকাছি চলে আসবে সে আশঙ্কাও করেছেন সুলিভান। তাঁর আরও আশঙ্কা এরফলে ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতিতে চীনের দাপট আরও বৃদ্ধি পাবে। শুধু সুলিভান নন, ট্রাম্পের আরেক সহযোগী জন বোল্টন সংবাদমাধ্যম CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবিও করেছেন যে, এই অতিরিক্ত ট্যারিফের জন্য ভারত এবং চীন-রাশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন অবশ্য দাবি করেছেন আগামী কয়েক ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলমান থাকবে। তিনি যদিও আশাবাদী যে ভারত এবং আমেরিকার মধ্যে এখনও আলোচনার পরিসর রয়েছে এবং অদূর ভবিষ্যতে কোনও এক সমাধান সূত্র ঠিক খুঁজে পাওয়া যাবে। 

এই ট্যারিফ যুদ্ধের আবহেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে মোদীর সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ২০২০ সালে লাদাখে ভারত-চীন সংঘর্ষের পরে এই প্রথমবার চীন সফরে মোদী। আবার প্রধানমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পার্শ্ববৈঠক করার কথাও রয়েছে। যা এই ট্যারিফ যুদ্ধের আবহে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
শেয়ার করুন
আপনার মূল্যবান মতামত বা পরামর্শ জানান