শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজের দেশেই ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প

নিজের দেশেই ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার নতুন ট্যারিফ নীতি নিয়ে নাজেহাল। ভারতের জন্যও ৫০% হারে ট্যারিফ লাগু হয়েছে গত ২৭ আগস্ট থেকে। এদিকে ট্রাম্প নিজের দেশেই রয়েছেন অস্বস্তিতে। সেদেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সম্প্রতি এক পডকাস্টে এসে ট্রাম্পের নতুন ট্যারিফ নীতিকে তুলোধনা করেছেন। এরফলে যে ভারত-চীন কূটনৈতিক ভাবে আরও কাছাকাছি চলে আসবে সে আশঙ্কাও করেছেন সুলিভান। তাঁর আরও আশঙ্কা এরফলে ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতিতে চীনের দাপট আরও বৃদ্ধি পাবে। শুধু সুলিভান নন, ট্রাম্পের আরেক সহযোগী জন বোল্টন সংবাদমাধ্যম CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবিও করেছেন যে, এই অতিরিক্ত ট্যারিফের জন্য ভারত এবং চীন-রাশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন অবশ্য দাবি করেছেন আগামী কয়েক ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলমান থাকবে। তিনি যদিও আশাবাদী যে ভারত এবং আমেরিকার মধ্যে এখনও আলোচনার পরিসর রয়েছে এবং অদূর ভবিষ্যতে কোনও এক সমাধান সূত্র ঠিক খুঁজে পাওয়া যাবে। 

এই ট্যারিফ যুদ্ধের আবহেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে মোদীর সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ২০২০ সালে লাদাখে ভারত-চীন সংঘর্ষের পরে এই প্রথমবার চীন সফরে মোদী। আবার প্রধানমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পার্শ্ববৈঠক করার কথাও রয়েছে। যা এই ট্যারিফ যুদ্ধের আবহে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

৩% DA বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

৩% DA বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের


প্রত্যাশা মতোই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩% হারে DA বৃদ্ধি পেলো। যার ফলে মোট DA বেড়ে হলো ৫৩%। বর্ধিত DA কার্যকরী হবে ১লা জুলাই, ২০২৪ থেকে।



মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 পশ্চিমবঙ্গে দুটি নতুন কোলেম্বোলা প্রজাতি আবিষ্কার করল ZSI

পশ্চিমবঙ্গে দুটি নতুন কোলেম্বোলা প্রজাতি আবিষ্কার করল ZSI

পশ্চিমবঙ্গে কোলেম্বোলার দুটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। 

কোলেম্বোলা হল, মাটিতে বসবাসকারী ক্ষুদ্র সন্ধিপদী প্রাণী, যেগুলি মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যকে আরও গভীরভাবে বোঝার পথ প্রশস্ত করে তুলবে।

নতুন আবিষ্কৃত প্রজাতিদুটির নাম রাখা হয়েছে Salina aurantiamaculata এবং Salina pseudomontana। প্রথমটির নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল কমলা রঙের দাগের জন্য, আর দ্বিতীয়টির নাম এসেছে Salina montana প্রজাতির সঙ্গে এর শারীরিক সাদৃশ্যের কারণে।

ছবিঃ ইন্টারনেট

ডঃ গুরুপদ মণ্ডল-এর নেতৃত্বাধীন এই গবেষক দলে ছিলেন শ্রীমতী পৃথা মণ্ডল এবং ডঃ সুরজিৎ কর। এই বিষয়ক গবেষণাটি ১৪ আগস্ট, ২০২৫ তারিখে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত সাময়িক পত্রিকা Zootaxa-তে প্রকাশিত হয়েছে।

ছবিঃ ইন্টারনেট

ডঃ গুরুপদ মণ্ডলের মতে, এই আবিষ্কারটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ, এর ফলে ভারতে Salina গণের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭-এ। ভারতে সর্বশেষ Salina প্রজাতি নথিভুক্ত হয়েছিল ১৯৭৯ সালে—ফলে দীর্ঘ বিরতির পর এই আবিষ্কার এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, “এই গবেষণা স্পষ্ট করে তোলে যে, এই ক্ষুদ্র প্রাণীগুলির বৈচিত্র্য এবং মাটির বাস্তুতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ অবদান অনুধাবনের জন্য ধারাবাহিক গবেষণা অপরিহার্য।”

সম্পূর্ণ গবেষণা প্রবন্ধটি অনলাইনে পড়া যাবে এই লিংকে: https://doi.org/10.11646/Zootaxa.5679.3.2

বিশ্ব ব্যাডমিন্টন  চ্যাম্পিয়নশিপে বুলগেরিয়ার কালোইয়ানাকে হারালেন পি ভি সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বুলগেরিয়ার কালোইয়ানাকে হারালেন পি ভি সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন  চ্যাম্পিয়নশিপে বুলগেরিয়ার কালোইয়ানাকে হারালেন পি ভি সিন্ধু

মঙ্গলবার শুরুটা হয়েছিল মন্থর গতিতে। তারপরেও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুইবারের অলিম্পিক পদকজয়ী এবং প্রাক্তন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু বুলগেরিয়ার কালোইয়ানা নালবানতোভাকে  পরাজিত করলেন। বিশ্ব র‍্যাংকিং-এ পি ভি সিন্ধু ১৫তম স্থানে রয়েছেন। অন্যদিকে, কালোইয়ানা রয়েছেন ৬৪তম স্থানে। 

ছবিঃ- গেটি ইমেজেস 
সিন্ধুর পরবর্তী মোকাবিলা থাইল্যাণ্ডের কারূপাথেভান লেথসানার সাথে। 

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩