মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বুলগেরিয়ার কালোইয়ানাকে হারালেন পি ভি সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন  চ্যাম্পিয়নশিপে বুলগেরিয়ার কালোইয়ানাকে হারালেন পি ভি সিন্ধু

মঙ্গলবার শুরুটা হয়েছিল মন্থর গতিতে। তারপরেও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুইবারের অলিম্পিক পদকজয়ী এবং প্রাক্তন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু বুলগেরিয়ার কালোইয়ানা নালবানতোভাকে  পরাজিত করলেন। বিশ্ব র‍্যাংকিং-এ পি ভি সিন্ধু ১৫তম স্থানে রয়েছেন। অন্যদিকে, কালোইয়ানা রয়েছেন ৬৪তম স্থানে। 

ছবিঃ- গেটি ইমেজেস 
সিন্ধুর পরবর্তী মোকাবিলা থাইল্যাণ্ডের কারূপাথেভান লেথসানার সাথে। 
শেয়ার করুন

লিখেছেন: verified_user

আপনার মূল্যবান মতামত বা পরামর্শ জানান